আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওটিটির পর্দায় আসছে ‘জওয়ান’ ঝড়


বিনোদন ডেস্ক

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। মুক্তির পর থেকে বইছে ‘জওয়ান’ ঝড়। গড়েছে আয়ের রেকর্ডও। এর মধ্যেই এবার বিক্রি হয়ে গেল জওয়ান ছবির ওটিটি স্বত্ব। প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করা এই ছবি খুব শিগগিরই আসবে ওটিটিতে। ২৫০ কোটি টাকায় ‘নেটফ্লিক্স’ কিনে নিয়েছে ছবির স্বত্ব। তবে কবে থেকে মোবাইল ফোনের পর্দায় দেখা যাবে এই ছবি, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি নির্মাতাদের তরফে।

বক্স অফিসের নিরিখে শুধু ‘পাঠান’-নয়, হলিউডি ছবির সঙ্গেও পাল্লা দেবে ‘জওয়ান’। করোনার পর থেকে দক্ষিণী ছবির কাছে মাথা নোয়াতে হয়েছিল বলিউডকে। সেই ধারা ভাঙলেন শাহরুখ। জানা গেছে, হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’-ই প্রথম ছবি, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। ভারতের বাইরেও দারুণ ব্যবসা করছে। সূত্র : আনন্দবাজার


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর