আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদের হুইপ কমলকে কক্সবাজারে গণসংবর্ধনা


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

জাতীয় সংসদের হুইপ, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজার এসেছেন রবিবার ২৮ জানুয়ারি।

এদিন ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছে তিনি কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানের গণসংবর্ধনা সভায় যোগদান করেন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিত দাশ, পিপি এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, মাহমুদুল করিম মাদু, আরিফ উল মওলা, এড. একরামুল হুদা, শফিউল্লাহ আনসারী সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠন নেতৃবৃন্দ৷ এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল সহকারে এসে মাঠ পরিপূর্ণ করে তুলে নেতা-কর্মীরা। সংবর্ধনাস্থল উৎসবমুখর হয়ে উঠে।

দুপুরে ঢাকা হয়ে কক্সবাজার বিমানবন্দরে এলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন হুইপ। সেখান থেকে সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর