“জাতীয় পার্টি জনতা,গড়ে তোল একতা” এই স্লোগানকে সামনে চট্টগ্রাম চন্দনাইশে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর জুমাবার বিকালে বদুরপাড়া রাস্তার মাথা সিটি গার্টেন কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি চন্দনাইশ উপজেলার আহবায়ক সোনা মিয়া চৌধুরী’র সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক নুরুচ্ছাফা সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.জা.মো.অলি উল্লাহ চৌধুরী মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুচ সাত্তার রনি। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য নাছির উদ্দীন ছিদ্দিকী। চন্দনাইশ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ.কে. এম বাদশা মিয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল আলম ফজু, মোহাম্মদ মিয়া চৌধুরী, ইব্রাহিম আল হোসাইন, মো.ছালেহ, আবদুর রব চৌধুরী টিপু, বোরহান উদ্দিন ফারুকী, আলী আকবরসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সোনা মিয়া চৌধুরীকে সভাপতি ও এ কে এম বাদশা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নুতন কমিটি ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply