সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। ১২ জুন বুধবার দুপুরে চট্টগ্রাম পিটিআই মিলনায়তনে তাঁদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চন্দনাইশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারম্যান পদে নাগরিক কমিটি মনোনীত আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ২২ হাজার ৭৪ হাজার ভোট পায়।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট নেতা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭১৩ (সর্বোচ্চ) ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম দেব উড়ো জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন খালেদা আকতার চৌধুরী। এ উপজেলার প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান।
শপথ গ্রহণের পর বিকেলে চন্দনাইশ উপজেলা পরিষদ দপ্তরের সম্মুখস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন তিনি বিপুল সংখ্যক সমর্থকসহ উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে গণমানুষের ভালবাসা ও অভিনন্দনের জবাব দেন এবং চন্দনাইশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বিভিন্ন স্থানে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন।
তিনি বলেন, চন্দনাইশে পরস্পর সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ব্যক্তিগত দায়বদ্ধতা এবং উপজেলার অফিসিয়াল সেবা যথাযথভাবে পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পুননির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, মুক্তিয়োদ্ধা কমাণ্ডার ফেরদৌস ইসলাম খান, পৌর কাউন্সিলর তৈয়ব আলী, পৌর কাউন্সিলর মো. সাহেদ হোসেন, সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, সমাজসেবক বেলাল উদ্দীন, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন প্রমুখ।
Leave a Reply