সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উপজেলার বদুরপাড়া পৌরএলাকায় বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে “যৌতুক বিহীন শত বিয়ে” কর্মযজ্ঞের শুভ সুচনা করলেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ। ১ মার্চ শুক্রবার দুপুরে জসিম উদ্দীন আহমেদ তাঁর নিজ বাড়ির গার্ডেনইয়ার্ডে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পৃথক দুই দম্পতির এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। এছাড়াও আরো ৭/৮ টি বিয়ের খরচ সংক্রান্ত আর্থিক সাহায্য প্রদান করেন। উত্তর গাছবাড়িয়ার মুহাম্মদ এরশাদ মিয়ার ছেলে নাঈম উদ্দীন (২২)’র সাথে রাঙ্গুনিয়ার আবুল কাসেমের মেয়ে রাবেয়া বেগম (১৮) এবং পূর্ব হাছনদন্ডী গ্রামের রমজান আলীর ছেলে মো. ফারুক (২২)’র সাথে দক্ষিণ গাছবাড়িয়ার সামশুল আলমের মেয়ে রাজু আকতার (১৯)’র সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এ বিবাহকার্য সম্পন্ন হয়। উভয় বিয়েতে জসিম উদ্দীন আহমেদ উভয়ের পরিবারের নিকট আত্মীয়-স্বজনসহ পাঁচ শতাধিক বরযাত্রীকে আপ্যায়ন ও দৈনন্দিন ব্যবহারের জন্য খাট, আলমারি, সোফা সেট, আলনা, লেপ-তোষক, বর-কনের জন্য ৫ সেট করে কাপড়, রান্না-বান্নার জন্য -ডেকসি, ক্রোকারিজের মালমালসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। এই বিবাহ অনুষ্ঠানে এ নবদম্পতিদ্বয়ের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জসিম উদ্দীন আহমেদ বলেন, তিনি অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই রকম কাজ সারা জীবন করে যেতে চান। তিনি ইতোমধ্যে বিভিন্ন এলাকায় আরো ১৯টি বিয়ে নিজ খরচে দিয়ে সহযোগিতা করেছেন। আগামী রমজানের পূর্বে আরো ১০টি বিয়ে এক সাথে তার উঠানে করার পরিকল্পনা রয়েছে বলে জানান। এই ধরনের কাজে মেয়েদের পরিবার এগিয়ে আসলেও ছেলেদের পরিবার এগিয়ে আসতে লজ্জা পাচ্ছে। তাই তিনি গোপনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য গোপনীয়তা রক্ষা করে বিয়ে কার্য সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
তিনি আরো জানান, আগামীতে চন্দনাইশের মানুষের স্বাস্থ্য সেবা বিশেষ করে চোখ ও দাঁতের চিকিৎসা নিশ্চিত করতে একটি বেসরকারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। তিনি তার পিতা-মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।
Leave a Reply