নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ী সৈনিক, দেশের একজন অভিভাবক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের মিয়া’র জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে
চান্দগাঁও থানা এলাকার কাপ্তাই রাস্তার মাথা, সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ সম্পন্ন হয়। লাঙ্গল ঘোড়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জয়নাল আবেদীন জিহাদি জানাজার নামাজ পড়ান।
এসময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী (চসিক মেয়র)
চট্টগ্রাম ১০ আসনের এমপি ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া সিডিএ’র সাবেক চেয়ারম্যান আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক জনাব নাজিম উদ্দীন চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিমউদদীন, আ’লীগ নেতা খালেদ হোসেন মাশুক জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
এছাড়া জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সভাপতি জনাব আলী আকবর, সহসভাপতি এসএম আনোয়ার মির্জা। জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানা কমিটির সভাপতি জনাব জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ হান্নান, আব্দুল মান্নান টিটু জাতীয় শ্রমিক লীগ নেতা।
নগর আওয়ামী লীগ, চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগ, জেলা, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে রাষ্ট্রীয় সম্মাননা “গার্ড অফ ওয়ানার” প্রদান করেন বাংলাদেশ পুলিশ।
জানাজা শেষে জাতির সূর্য সন্তানকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
Leave a Reply