নিজস্ব প্রতিবেদক
পরানে আগ্রাবাদ কর্তৃক ভেটারেন ফুটবল টুর্নামেন্টে যমুনা আর পদ্মা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলে এতে যমুনা দল জয় লাভ করেন। পদ্মা দলকে ট্রাইব্যাকারে মধ্যদিয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হন যমুনা দল।পদ্মা দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ।
আগ্রাবাদ সিজিএস কোলোনীর স্কুল মাঠে পরানে আগ্রাবাদ কর্তৃক দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার এবাদুল হক লুলু,ইসমাইল কুতুবী,হারুনুর রশিদ পিন্টু, ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, জাহিদ হোসেন, মামুনুর রাশিদ, মফিজুর রহমান সহ প্রমুখ।
নাজিমুদ্দিন সোহাগকে আহ্বায়ক এবং মিরাজ, জহির, ভুট্টো, তৌহিদ, নোমানকে সদস্য করে উক্ত টুর্নামেন্ট
পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিলো এবং সে কমিটি’র মাধ্যমে গত ১৯ তারিখ থেকে টুর্নামেন্টটি পরিচালনা করা হয়। টুর্নামেন্ট পরিচালনায় নিজের দক্ষতা ও সুন্দর সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করায় আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল নোমান খানকে দক্ষ সংগঠকের বিশেষ উপহার প্রদান করেন।
Leave a Reply