মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে এবং সকলপ্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করতে জামায়াতে ইসলামীর কর্মীরা সর্বদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন আনোয়ারুল আলম চৌধুরী।
আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৪ উদযাপনে সনাতনী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সকল সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সকল ধর্মীয় অনুসারীরা রয়েছে। জামায়াতও সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে এবং ভাবিষ্যতেও সকল মতের অংশগ্রহণে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।
সোমবার ২৩ সেপ্টেম্বর বিকালে সাতকানিয়া পাবলিক স্কুলের হলে আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৪ উদযাপনে সনাতনী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি রাজীব দাশ।
সাতকানিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈনের পরিচালনায় অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ আহবায়ক রাজিব কুমার ধর, যুগ্ম আহবায়ক সৈকত পালিত, সুজন দাশ নয়ন, সদস্য সচিব রাজিব নন্দী, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উত্তরের সেক্রেটারী সিরাজুল ইসলাম, পৌরসভা নায়েব আমীর শাহ আলম, সেক্রেটারী হামিদ উদ্দীন, সাতকানিয়া উপজেলার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, বাজালিয়ার সহ সভাপতি ইসমাইল মুহাম্মদ রাশেদ।