চাটগাঁর সংবাদ ডেস্কঃ আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশ কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
গত ১ আগস্ট বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু ডিএমপির অনুমতি পায়নি তারা। এরপর শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত দেয় দলটি।
এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানিয়েছেন, ‘জামায়াতে ইসলামীকে শুক্রবার সমাবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না।’
তথ্যসূত্র: বণিক বার্তা