অনলাইন ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ অপারেশন প্ল্যানের আওতায় চট্টগ্রামের চন্দনাইশে জলাতঙ্ক নির্মুলে বড় পরিসরে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৪ বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে লাইনডাইরেক্টর (সিডিসি) এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফানের সভাপতিত্বে সিভিসি প্রোগ্রাম সুপারভাইজার মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু রাশেদ মো. নুরুদ্দীন, ডা. শেখ সাদী, ডা. ফারজানা কালাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোঃ ফয়সাল, সিভিসি মনিটরিং সুপারভাইজার মোঃ রিয়াদ মোল্লা প্রমূখ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, চলতি মাসের ৭ মে থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে বেয়ারিশ কুকুর কে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হবে। এসময় বেয়ারিশ কুকুর, পোষা কুকুর ও বেড়ালকেও টিকা প্রদান করা হবে। ইউনিয়নের প্রতিটি টিমে ৬ জন করে কাজ করবে। ৫দিন ব্যাপি এই কর্মসূচিতে টিকা প্রদান করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, কুকুর, বিড়াল, শিয়াল, বেজী ও বানরের কামড় বা আঁচরের মাধ্যমে এই রোগ ছড়ায়। বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই হাজার মানুষ ও উল্লেখযোগ্য সংখক প্রাণী এই রোগে মারা যায়। এই রোগে আক্রান্ত মৃত্যু হার প্রায় শতভাগ তবে আগে থেকেই ব্যবস্থা নিলে শতভাগ নিয়ন্ত্রন করা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রায় প্রতিটি হাসপাতালে এই রোগের টিকা পাওয়া যায়।