অনলাইন ডেস্ক
অনুমতি ছাড়া হজ পালন করলে জেল ও জরিমানা করার বিধান জারি করেছে সৌদি আরব। যাঁরা এ বিধান লঙ্ঘন করবেন তাঁদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে, যার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া হজ পালনকে বেআইনি ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। মূলত নিরবিচ্ছিন্ন ও সুশৃঙ্খলভাবে হজের কার্যক্রম শেষ করার উদ্দেশ্যেরই সৌদি সরকার এ আইন জারি করেছে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে অনেকেই বিনা অনুমতিতে হজ করেন। এখন থেকে তাঁদের আইনের আওতায় আনা হবে। এমনকি যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহনের সময় ধরা পড়বেন, তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
এ ছাড়া কারাদণ্ডেরও ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যারা আইন ভঙ্গ করে হজ করবেন তাদেরকে জরিমানার পাশাপাশি ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
শুধু তাই নয়, পরবর্তী পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হবে। এ ছাড়া সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে তাঁদের পরিচয় প্রকাশ করা হবে, যাতে আশপাশের সবাই তাঁদের চিনে রাখতে পারেন।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর জুনের ১৪ তারিখে হজ শুরু হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।