নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয়তা যাচাইয়ের জন্য এবং দেশের মানুষের চাহিদানুযায়ী উন্নয়ন ত্বরান্বিত করতে চট্টগ্রাম ১৪ আসনে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আব্দুল জব্বার চৌধুরী। সম্প্রতি এই আসনের জন্য আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগের দলীয় কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রাথীদের তালিকায় নাম আসে বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপির।
জানা গেছে, ভোটের লড়াইয়ের প্রস্তুতি নিতে আজ সোমবার ২৭ (নভেম্বর) উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিচ্ছেন তিনবার নির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান।
চাটগাঁর সংবাদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে পরিবেশবান্ধব শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের দিকে বেশি নজর দিব। এই আসনে ইকোনমিক জোন, ধোপাছড়িতে পর্যটন শিল্পনগর প্রতিষ্ঠাসহ স্থানীয়দের চাহিদানুযায়ী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা আমার রয়েছে।’ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলীয় কোনো বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নেত্রী বলেছেন, জনপ্রিয়তা যাচাই করতে। দল থেকে নির্দেশনা আছে, যিনি জিতে আসবেন দল তাকেই গ্রহণ করবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে চন্দনাইশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়াই আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি অতীতের ন্যায় চন্দনাইশের সর্বস্তরের মানুষের পাশে আছি, থাকবো।’
প্রসঙ্গত, চট্টগ্রাম-১৪ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার ২৯১নম্বর আসন। এই আসনে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।