আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

জাতীয় মৎস্য পদক পাচ্ছেন চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী


চন্দনাইশ প্রতিনিধি: মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক পাচ্ছেন চন্দনাইশ উপজেলার জনপ্রিয় জনপ্রতিনিধি আবদুল জব্বার চেয়ারম্যান। বুধবার (১৯ জুলাই) মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হকের স্বাক্ষরিত একটি আমন্ত্রণ বার্তা পেয়েছেন তিনি।

আমন্ত্রণ পত্রে তাঁকে জানানো হয়েছে, মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চন্দনাইশের এ. জে. সি পোল্ট্রি এন্ড এগ্রোভেট প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎসা পদক ২০২৩’ প্রদান করা হবে। এজন্য আগামী ২৫ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ এর অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদ-এর মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করে চাটগাঁর সংবাদকে বলেন, ‘চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীর কাছে অধিদপ্তর থেকে আসা চিঠি হস্তান্তর করা হয়েছে। মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এ পুরস্কার মনোনীত হয়েছেন।’

এ ব‍্যাপারে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী বলেন, ‘জাতীয় পর্যায়ে মৎস্য পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি গর্বিত। আমি জাতীয় পুরস্কার পাওয়ায় পুরো চন্দনাইশবাসী মৎস্য চাষে উৎসাহিত হবে বলে আমি মনে করি।’

এদিকে পদক প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ২৪ জুলাই বেলা ১২ টায় অধিদপ্তরের সভাকক্ষে (২য় তলা) ওরিয়েন্টেশন সভারও আয়োজন করা হয়েছে। সেই ওরিয়েন্টশন সভাতেও তাঁকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। একইদিন বিকাল ৫ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়াতেও অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে তাঁকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর