আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এটা কোনো নির্বাচন না: বিএনপি


অনলাইন ডেস্কঃ গণতন্ত্রের আলখাল্লা পরে সরকার নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপি বলছে, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, দেশে গণতন্ত্র ফেরাতে চান, বাকস্বাধীনতা ফেরাতে চান, তাদের জায়গা হচ্ছে কারাগারে।’

সম্প্রতি রাজধানীতে পৃথক দু’টি আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মির্জা ফখরুল বলেন, চলমান উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরকার নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরে যে অপকর্ম করেছে, সে কারণে তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন ঘটছে না।’

আরও পড়ুন ভুল স্বীকার করে বিএনপিতে ফিরতে চাইছেন বহিষ্কৃতরা

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি, ক্ষমতায় যেতে চাই না। একটা সুষ্ঠু নির্বাচন চাই, ভোটের অধিকার চাই। এতে আওয়ামী লীগের এত ভয় কেন? স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র। সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে। এখন আবার একদলীয় শাসনের দিকে নিয়ে যেতে চায় আওয়ামী লীগ। কিন্তু এর মূল বাধা বিএনপি।’

রিজভী বলেছেন, ‘যারা চুরি করেন, সন্ত্রাস করেন এবং মানুষ খুন করেন, তারা সবাই সরকারের লোক। মন্ত্রী, এমপি বা দলের নেতাদের আত্মীয়-স্বজন।’

তিনি বলেন, ‘আজকে সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত। মিছিলের আওয়াজ শুনলেই নেতাকর্মীদের গ্রেফতার করে। আজকে আতঙ্ক থেকেই নিরব, টুকু, আবু আশফাকসহ নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রেখেছে। ছোট ছোট বালু কণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে।’

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর