আজ ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কুমিরাঘোনা আখতারাবাদ বায়তুশ শরফ মাদ্রাসায় ইসালে সওযাব মাহফিল

কুমিরাঘোনা বায়তুশ শরফের ইসালে সওয়াব মাহফিল ২৬ ও ২৭ জানুয়ারি


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আখতারাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ কমপ্লেক্সে ইসালে সওয়াব মাহফিল ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাহফিলের আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর এ ইসালে সওয়াব মাহফিল তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হলেও এবার দুইদিনের পরিসরে এ মাহফিলের আয়োজন হচ্ছে। এবারের মাহফিলে ওয়াজের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে সালাহ্ এবং সম্মিলিত জিকিরে। এজন্য এটিকে আত্মশুদ্ধির মাহফিল হিসেবে আখ্যায়িত করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন ‘বিশ্বে শান্তি-সম্প্রীতি রক্ষায় রাসূলুল্লাহ (সা.) এর আদর্শই একমাত্র মুক্তির পথ’

দেশের প্রত্যন্ত অঞ্চল তো বটেই বিদেশ থেকেও মেহমান আসছেন এবারের মাহফিলেও। এতে উপস্থিত থেকে বয়ান করার কথা রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ, ভারতের নদওয়াতুল উলামার দাওয়াহ ফ্যাকাল্টির প্রফেসর, রাহবারে বায়তুশ শরফের (মা. জি. আ.) ওস্তাদ, আওলাদে রাসূল সা. আল্লামা মোহাম্মদ সালমান হোসাইন নদভী এবং জৈনপুরী দরবার শরীফের পীর, শায়খুল হাদীস, আল্লামা সাইয়েদ মুফতী, ড. এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

মাহফিলে আরো বয়ান করবেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী (মা. জি. আ.)। এছাড়া এ মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের ও স্থানীয় সাংসদ আব্দুল মোতালেব সিআইপির।

মাহফিল পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবছর ৪ লাখ ধর্মপ্রাণ মানুষের জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। শুক্রবার বাদ জুমা মাহফিল শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। জুমাবার রাত্রিতে জিকির-সালাহ্ এবং তাহাজ্জুদের নামাজ পড়ানো হবে। শনিবার বাদ যোহর আখেরি মোনাজাত করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর