প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ
সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

মো:ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ আমিলাইষ ৬ নম্বর ওয়ার্ডের দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ আমিলাইষ দারুস সালাম প্রাঙ্গনে ওয়ার্ডের সভাপতি মোস্তাক আহমদ এর সভাপতিত্বে ও দায়িত্বশীল মোহাম্মদ নোমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার নায়েবে আমীর মাস্টার আবদুস সোবহান। দাওয়াতি সমাবেশে দরসুল কোরআন পাঠ করেন সাতকানিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শুরা সদস্য মাওলানা আবুল হাশেম, আমিলাইষ ইউনিয়নের আমীর মোজাম্মেল হক, আবদুর রহিম, নেজাম উদ্দিন, আবু ছালেহ, ছাত্রশিবিরের দায়িত্বশীল মোহাম্মদ খালেদ, আবরার ছাহিলসহ ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.