লেখক : ফেরদৌসী খান পতাকা
নদীর মতো কইরে ভালবাসবার পারি নাই তোমায়—-
পারি নাই দুকূল ছাপিয়ে পার ভেংগে তছনছ করে বয়ে যেতে
কিন্তু তোমার স্মৃতির ড্রেজারে খনন হতে হতে প্রবাহিত হয়েছি শুধু তোমার পানেই।
বালু চর বা দুব্বার চর জাগেনি তাতে।
ঐ আকাশটারে যখন দেখি,কি বিশাল কত সৌন্দর্য,আফসোস আকশের মত করেও ভালবাসবার পারি নাই।
বিশ্বাস করো,আমার আকাশে কেবল তুমিই দিবাকর।
তোমাকে ভালবেসে কত শত অমাবস্যা কাটালাম? তবুও তুমিই একমাত্র সাগর জলে পা ভেজাতে ভেজাতে হুহু করে উঠে মনটা।
সাগরের মত এত প্রেম নাই আমার, কিন্তু দেখো আমার টিয়ারগ্ল্যান্ড হতে নোনা জলধীর উৎস কেবলই তুমি নুরজাহান” শাহজাদা সালিম কে ভালবেসে আজ ইতিহাস।
হায় ইতিহাস আমি তোমাকেও রচনা করতে পারি নাই!
তবুও জানি হাজার নুরজাহান এলেও আমার এক রত্তি ভালবাসা পার করতে পারবেনা।
নাইবা হলাম সাগর নদী, আকাশ , নুরজাহান,
আমি অশ্রু, কেবলই অশ্রু, শুধু তোমার,,,,
Leave a Reply