আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। টাইগারদের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সাবধানী ভারতীয় দল। কারণ এর আগে বড় মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে হারের রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার। একইসঙ্গে এই ম্যাচ জিতলে সেমি ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হবে, আফগানিস্তানের ম্যাচের প্রথম একাদশ থাকবে না তাতে আসবে বদল তা নিয়ে জল্পনা রয়েছে। এমনিতেও রোহিত শর্মা পরিস্থিতি অনুযায়ী বদলের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। ওপেনিংয়ে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি। ব্যর্থ হয়েছেন শিবম দুবেও। ফলে বাংলাদেশ ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রয়োজন পড়লে বোলিং লাইনেও পরিবর্তন হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল/শিবম দুবে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর