আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এম এ মোতালেব।

সাতকানিয়াতে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব জয়ী


আহসান উদ্দীন পারভেজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব।

ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ৮৫৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী পেয়েছেন ৩৯২৬৫ ভোট। এই আসনের ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৭টি কেন্দ্রের ৪ লক্ষ ৫৮ হাজার ৪১১ জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করছেন ১ লক্ষ ২৫ হাজার ২১৮ জন ভোটার যা শতকরা হারে ২৮℅।

রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলমান থাকলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। এবং বিচ্ছিন্ন কিছু ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজয়ী হয়ে এম এ মোতালেব বলেছেন, আমার এই বিজয় এই আসনের বঞ্চিত সাধারণ মানুষের বিজয়, আমার এই বিজয় বাংলাদেশ আওয়ামীলীগের নির্যাতিত নিপিড়ীত নেতাকর্মীদের বিজয়, আমার দলের নেতাকর্মী, সমর্থক, ভোটারসহ যারা আমাকে বিজয়ী করতে জীবনবাজি রেখে কাজ করেছেন এবং আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন এই বিজয় আমি তাদের উৎসর্গ করেছি। সাতকানিয়া-লোহাগাড়াবাসী আমাকে বিজয়ী করে সম্মানিত করেছে আমি সকলের কাছে কৃতজ্ঞ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর