আহসান উদ্দীন পারভেজ: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেবের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সমর্থকদের ঝাড়ু মিছিল, ছবি যুক্ত ফেস্টুন পোড়ানো ও প্রতিবাদ সমাবেশের প্রতিবাদে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব বলেছেন, দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। নৌকার প্রার্থীর সমর্থকরা যেভাবে অশালীন আচরণ করছেন, লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন, আমার কুশপুত্তলিকা পুড়িয়েছেন, আমার ছবি পুড়িয়েছেন, সেটার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমার সাথে দেখা করে যাওয়ার পথে আমার সমর্থকদের দেওদিঘীতে নৌকার প্রার্থীর ভাতিজার নেতৃত্বে আটকে রাখা হয়েছে, পরে পুলিশ প্রশাসন গিয়ে তাদের উদ্ধার করেছে। আজকে মনোনয়ন জমা দিয়েছি এই মুহূর্ত হতে যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হয় সেটা জনগণ মেনে নিবেনা।তাঁরা নির্বাচনী আচরণবিধি লংঘন করেছেন, যদি আগামীতে এই ধরনের আচরণ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে তাহলে আমরা আইনের আশ্রয় নিবো এবং নির্বাচন কমিশনকে জানাব। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, আমরা এই ধরনের কার্যক্রম চাইনা, আমরা চাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটের যে ফলাফল হয় সেটা আমরা মেনে নিব। তাঁরা যে উশৃংখল আচরণ করেছেন তার জবাব আমরা তাদের মত উশৃংখল ভাবে দিবনা, তাদের সকল উশৃংখলতার জবাব আগামী ৭ই জানুয়ারি ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ. ম. ম মিনহাজুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, কেওচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সাতকানিয়া উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা.আ.ম.ম মিনহাজুর রহমান বলেন, আপনারা দেখেছেন মনোনয়ন জমাদান কালে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সাথে ছিলেন, সাতকানিয়া পৌর মেয়র আমাদের সাথে ছিলেন, প্রায় প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সাথে ছিলেন, সংখ্যাগরিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আমাদের সাথে ছিলেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আমাদের সাথে আছেন। নৌকার প্রার্থীর সাথে আমাদের দলের কিছু সংখ্যক নেতাকর্মী আছেন, আমরাতো তাদের বিরুদ্ধে কিছু বলছিনা, তাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নেই এবং কোন বক্তব্যও নেই। তাঁরাও উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন করুক আমরাও আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচন করি নির্বাচনের দিন জনগণই এর ফায়সালা করে দিবে।
Leave a Reply