সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বরমা ডিগ্রি কলেজে নানা অনুষ্ঠানসূচীর আয়োজন করা হয়। অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এস এম সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী-বরমা কলেজ শাখার আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহসান ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রদর্শক রূপম কুমার নাথের পরিচালনায় কলেজ সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সমবেত পরিবেশনা সকলের দৃষ্টি কেড়েছে। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল কাউছার ও মোহাম্মদ বেলাল হোসেন। এর আগে স্বাধীনতার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে অধ্যক্ষের নেতৃত্বে শহিদ মিনার এবং শহিদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবদুস সবুর খান ও মুরিদুল আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বক্তাগন বলেন- বঙ্গবন্ধুর আদর্শে জীবন গঠণ, স্বাধীনতার বীর শহিদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধােদের অবদানকে স্মরণ রাখা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া এবং জাতির মর্যাদা রক্ষায় নিজ নিজ অবস্থান হতে অবদান রাখার পরামর্শ দেন।