চন্দনাইশ প্রতিনিধি:
প্রাথমিক স্তরে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেওয়ার একটি সহজ ও সুন্দর উপায় হতে পারে- সততা স্টোর। সততা মানব চরিত্রের একটি শ্রেষ্ঠ গুণ। মানবজীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। অতএব মানুষকে সদা সর্বদা কথা ও কাজে সততা ও স্বচ্ছতা রক্ষা করতে হবে এবং মিথ্যার অভিশাপ ও গ্লানি থেকে বাঁচতে হবে। যার মধ্যে এ গুণের সমাহার থাকবে সমাজের সব ধরনের মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করবে। সম্মানের চোখে দেখবে, পরম মায়ায় জড়িয়ে রাখবে। সর্বোপরি আখেরাতে আল্লাহতায়ালার কাছে এর বিনিময় লাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত সততার গুণে গুণান্বিত হওয়া। এরই লক্ষ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে চট্টগ্রামের চন্দনাইশে আবু তাহের ও ফরিদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোসলেম মিয়ার নিজস্ব অর্থায়ানে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়। এর আগে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবু তাহের ও ফরিদা বেগম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু তাহের সওদাগর।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিক আহমদ, প্রধান শিক্ষক আকতার জমির খান প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কান্তি সুশীলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আবু তোয়াব চৌধুরী, দপ্তর সম্পাদক আমিন উল্লাহ টিপু, সদস্য সাজ্জাদ হোসেন, সদস্য গৌতম দাশ, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে আশিষ বিশ্বাস, মোহাম্মদ শাহাবুল করিম, আজফাল মিঞা, তাজনীন সুলতানা সুমি, মোহাম্মদ নাঈম উদ্দিন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আশরাফ উদ্দিন রিয়াজ, উপজেলা ছাত্রলীগ নেতা যথাক্রমে মোশারফ হোসেন মিশু, নুর হোসেন, জিয়াউল হক মাসুদ, রিয়াদুল ইসলাম মারুফ, মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ হেলাল, মোহাম্মদ হাসান, কামাল উদ্দিন, সানাউল্লাহ আলভীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সবাইকে কর্মে, চিন্তা, চেতনায় সৎ হতে হবে। এ সততা স্টোরের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা সততার শিক্ষা নেবে, দুর্নীতি প্রতিরোধ করতে শিখবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না।
যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
Leave a Reply