আজ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পোস্টাল স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ স্মার্ট সার্ভিস পয়েন্ট অব পোস্ট অফিসের কার্যক্রম উদ্বোধন, ই কমার্স সার্ভিস, প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও স্মার্ট চন্দনাইশ বাস্তবায়নের রূপরেখা হস্তান্তর অনুষ্ঠান ৭ জুলাই ২০২৪ রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ও সার্ভিস পয়েন্ট উদ্বোধন করেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মোহাম্মদ মোস্তফা কামাল।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আলহাজ্ব খালেদা আক্তার চৌধুরী। সভাপতিত্ব করেন পটিয়া ডাক উপ-বিভাগের পোস্টঅফিস পরিদর্শক মো. আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি সাইফুল ইসলাম, এম কাইচার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাদ্দাম হোসেন, পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান রবিউল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শ্রমিকলীগ নেতা ফরিদ আহমেদ, মো. আজিজ, আমির খসরু মুন্না, রবিউল হাসান, সাজ্জাদ হোসেন, দ্বিপায়ন সুশীল।

সঞ্চালনা করেন স্মার্ট পয়েন্ট অফ পোস্ট অফিসের উদ্যোক্তা জিয়া উদ্দিন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর