আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বহরম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করছেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।

বহরম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন


চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের বহরম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অত্র স্কুলের মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক চসিক শিক্ষা কর্মকর্তা, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবন ও নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করেন। শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক মাসিক উপবৃত্তি, শিক্ষাবৃত্তি, বিনামূল্য বই বিতরণ, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষার্থীর খেলাধুলার সংরঞ্জাম ইত্যাদি প্রদানের মাধ্যমে দেশের সকল স্তরের শিশুরা স্কুলমুখী। তিনি উপস্থিতি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আজ সাতবাড়ীয়ায় ২.৫ (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা উন্নয়ন কাজ উদ্বোধন করেছি এবং উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থীদের বিজয় করার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জুনায়েত আবছার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক এড. সিরাজুদ্দৌলা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ. এস. এম. মুছা তসলিম। পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ফোরক আহম্মদের সংস্থালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বাবু স্বদেশ প্রিয় পাল। এতে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক-শিক্ষীকাবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নুরুল কবির চৌধুরী, আওয়ামীলীগ নেতা সফিউল্লাহ্, দিদারুল হক দস্তগীর, জহির উদ্দিন হিরু, খায়রুজ্জামান সোহেল, খোরশেদ আলম, মুহাম্মদ হাবীবুল্লাহ রাশেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে. এম. আফসার উদ্দিন, যুগ্ম সাধারণ সেলিম উদ্দিন আসিফ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছালে রহমান, জহির চৌধুরী, শাহআলম, নাজিম উদ্দিন, ডাঃ সুজন কান্তি নাথ, মুন্সি মিয়া, ওয়াহিদুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম, চৌধুরী আরমান, সিরাজুল ইসলাম কাফি, খোরশেদ আলম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর