সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ
চন্দনাইশ বরমা ইউনিয়নের শেবন্দী- রাউলিবাগস্থ সাতঘাটিয়া পুকুরপাড়ে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। ২৪ আগস্ট ২০২২, বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসি ব্যাংক- কেরানীহাট শাখার ব্যবস্থাপক মো. মাইনুদ্দিন ঢালি, সঞ্চালনা করেন সেকশন অফিসার শাউন রড়ুয়া। প্রধান অতিথি ছিলেন ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খোরশেদ আলম টিটু।
বিশেষ অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বলরাম চক্রবর্তী এবং ইউপি সদস্য ও প্যানেল প্যানেল মো. নওশা মিয়া। স্বাগত বক্তব্য দেন উপশাখা ইনচার্জ শ্রী স্বাগত চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাবসায়ী সৈয়দ নুর, রাজনীতিক শাহনেওয়াজ চৌধুরী, সাংবাদিক কমরুদ্দীন, ব্যাংকার বখতেয়ার উদ্দিন প্রমুখ।