অনলাইন ডেস্কঃ মীরসরাইয়ের বড় দারোগাহাট জাফরাবাদ মাতৃমন্দিরে গীতা শিক্ষার উদ্বোধন হবে আগামিকাল শুক্রবার (২২ মার্চ)। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মীরসরাই উপজেলা সংসদ আওতাধীন এ কর্মসূচিতে অংশ নেবে উপজেলার তিনটি ইউনিয়ন।
আরও পড়ুন রাঙ্গুনিয়ায় সাড়ে ৬’শ শিক্ষার্থীর অংশগ্রহণে বাগীশিক পরিক্ষা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২১ মার্চ) সংগঠনটির প্রধান সমন্বয়ক রাজিব কর্মকারের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে পার্থ সারথি পূজা, সম্মিলিত গীতাপাঠ, অতিথিবৃন্দের আসন গ্রহণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা ও নৈতিক শিক্ষা প্রচার প্রসারে বাগীশিক ভূমিকা শীর্ষ আলোচনা।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক অনুপ ধর বুলবুল, সদস্য সচিব ডা. দীপক নাথ প্রমুখ।