চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কতৃক অনুমোদিত চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা ধোপাছড়ি ইউনিয়নের সিএনজি অটোরিকশা মালিক ও সমবায় সমিতির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা এবং অফিস উদ্বোধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে ধোপাছড়ি বাজার সংলগ্ন নিউ মার্কেটে নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি ইব্রাহিম চৌধুরী জুয়েলের সভাপতিত্বে এই আলোচনা সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শামসুদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধোপাছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আনোয়ার হোসেন, ধোপাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, আব্দুল মোনাফ, কবির আহমদ মেম্বার আব্দুল জব্বার (সাবেক মেম্বার), নাছির উদ্দিন মেম্বার। সমিতির সাধারণ সম্পাদক আলী আজিজ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক,অর্থ সম্পাদক, মোহাম্মদ নেজামউদ্দিন, প্রচার সম্পাদক, ফরিদুল ইসলাম, সদস্য যথাক্রমে হারুন সিকদার, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ ফরিদুল আলম, মঈনুদ্দিন চৌধুরী সাদ্দাম, ওমর ফারুক সহ সংগঠনের উপদেষ্টামন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, চন্দনাইশের দূর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের মানুষের কল্যাণের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। আগামীতেও এই অঞ্চলের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এই এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার জন্য যে সিএনজি অটোরিকশার সমবায় সমিতি গঠন করা হয়েছে। আমি তাদের সফলতা কামনা করছি এবং তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সৎভাবে পালন করতে পারে সে কামনা করছি। অনুমোদিত কমিটির সভাপতি ইব্রাহিম চৌধুরী জুয়েল বলেন, যে আস্থা, বিশ্বাস ও ভরসা রেখে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি এবং ধোপাছড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম মহোদয় এই সংগঠনের অনুমোদন করিয়ে দিয়েছেন তা যাতে যথাযথ পালন করতে পারি তার জন্য এলাকাবাসির সহযোগিতা কামনা করছি।