চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ১৭) এরউদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জুন ) বিকাল ৪ টায় উপজেলার গাছবাড়িয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, এসআই খলিল, এ এস আই এনামুল হক, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম সম্পাদক এম এ মুমিন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আবির, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, কাঞ্চনাবাদ ইউপি'র প্যানেল চেয়ারম্যান আনিসুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হন বরমা ইউনিয়ন একাদশ বনাম জোয়ারা ইউনিয়ন একাদশ। এতে ধারাভাষ্যকার ছিলেন, মাস্টার আব্দুল মান্নান ও আমিনুল ইসলাম।