আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ- ১৭)- ২০২৪ শনিবার ১৩ জুলাই উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খালেদা আক্তার চৌধুরী, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আলিম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহমদুর রহমান ভেট্টা, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক চৌধুরী, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম ও থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুল আমজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহাদাত নবী খোকা, মুরিদুল আলম মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, কাঞ্চনাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, সরওয়ার আহসান, সিজেকেএস সদস্য আদিল কবির, খানহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরী।

রেফারীর দায়িত্বে ছিলেন খলিল উল্লাহ সোহাগ, শাহীন শাহ ও সঞ্জয় দেসহ বিভাগীয় কর্মকর্তা ও চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দ। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ একাদশ ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশ। ৬০ মিনিটের এ খেলায় গোলশূন্য ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ৪-১ গোলে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ একাদশ প্রতিদ্বন্দ্বী সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর