সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মরহুম এ কে এম নাজিম উদ্দিন স্মৃতি রাত্রীকালীন অলিম্পিক (মিনিবার) ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়। দ্বিতীয়বারের মত চলমান এ টুর্নামেন্ট ২২ মার্চ শুক্রবার রাত ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্বোধক ছিলেন যৌথভাবে জেসিকা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম আইন কলেজ ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মালেক শাহ্ ডিভাইন স্পোর্টস জোনের স্বাধিকারী ও বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন। সভাপতিত্ব করেন বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. খোরশেদ আলম। সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও খেলোয়াড় মুহাম্মদ শাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকল একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক এস এম ওমর ফারুক, সমাজসেবক মো. আনোয়ারুল ইসলাম, তৌহিদুল আলম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য যুবলীগ নেতা রিয়াদ, যুবলীগ নেতা মুহাম্মদ শরীফ, যুবলীগ নেতা মুহাম্মদ সোহেল, বরমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মুহাম্মদ ইমন, জায়িদ বিন কাশেম প্রমুখ। ধাররা বর্ণনায় ছিলেন মাস্টার আবদুল মান্নান আজাদ ও সাংবাদিক মাসুদ পারভেজ।
এ টুর্নামেন্টে ৩২ টি দল বা টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করে "পীরখাইন মা ব্যাটারী হাউজ" আনোয়ারা ও "বরকল শেখচান্দের পাড়া ফুটবল দল" চন্দনাইশ। এ ম্যাচে বরকল শেখচান্দের পাড়া ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে পীরখাইন মা ব্যাটারী হাউজ জয়লাভ করে। এতে ম্যান অব দা ম্যাচ মনোনীত হয় মা ব্যাটারী হাউজের মো. রনি। খেলায় পরিচালক (রেফারী) ছিলেন ফরহাদ হোসেন।