আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পৌণে ৪ কোটি টাকা ব্যয়ে দোহাজারী পৌরসভায় ৪টি সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে আর.সি.সি ঢালাই দ্বারা চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম। সড়কগুলো হলো- ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেওয়ানহাট টু আকবর ফকির সড়ক, ১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৮ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা প্রভাষ দাশ গুপ্ত সড়ক এবং ৯১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ১ নং ওয়ার্ডের চাগাচর লাল মিয়ার ঘাট সড়ক ও হামিদ আলী ফকির সড়ক।

গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এসব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে পৌর মেয়র লোকমান হাকিম বলেন, “শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতা ও দিকনির্দেশনায় উন্নয়নের স্রোতধারায় ক্রমান্বয়ে বদলে যাচ্ছে দোহাজারী পৌর এলাকার চিত্র। পৌর পরিষদ গঠনের মাত্র সাত মাসের মাথায় পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন করা হয়েছে। এরমধ্যে সড়ক উন্নয়ন, সড়ক বাতি স্থাপন, পানি নিষ্কাশনে নালা, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে পৌরসভায় দশ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আরো সাড়ে তিন কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র আহবান প্রক্রিয়াধীন রয়েছে।” এসময় কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করার জন্য ঠিকাদারদের প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন নাহার বিল্ডার্সের চেয়ারম্যান আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, পৌরসভার প্যানেল মেয়র এবং মহিলা ও শিশু এবং নারী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডা. মমতাজ বেগম লিলি, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এসএম পহর উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুল আজিজ মাসুম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, ৮ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি মিলন কান্তি ধর, আ.লীগ নেতা আহমদ মিয়া, দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক মো. সোলাইমান, পৌরসভা ঠিকাদার সমিতির সভাপতি মো. মনসুর আলী, সাধারণ সম্পাদক মো. ইউচুপ, আ.লীগ নেতা কায়সার মোহাম্মদ আলমগীর, পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক মিসবাহ উদ্দিন খাঁন ভুট্টু, প্রদীপ দাশ, কবি জাহাঙ্গীর আলম, প্রবীন দাশ, লিটন শীল, সাইফুল ইসলাম, রতন দাশ, মো. ওসমান, মাহবুব আলম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর