নিজস্ব প্রতিবেদক
একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ফলশ্রুতিতে সার্বিক সামাজিক উন্নয়ন হয়, এমন কি সামজিক শান্তি শৃংখলা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এক কথায় বলা যায় সামাজিক উন্নয়নে, সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে তারই ধারাবাহিকতায়। দীর্ঘদিন বিলুপ্ত থাকা উত্তর বাবুনগর দক্ষিণ আলীনগরে তেলিপাড়ায় এই সামাজিক সংগঠন।
এই সামাজিক সংগঠন কমিটি নতুনভাবে ১৬ ডিসেম্বর রাত ৯ টায় তেলিপাড়া মাদ্রাসায় একটি সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র সামাজিক সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলামের সভাপতিত্বে মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন মনু, আবুল কালাম (সার্বেয়ার) ওয়াসিম আমী, হাসান আলী, আব্দুর রহিম, দেলোয়ার হোসেন বেলাল, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ ইসমাইল সহ অসংখ্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতে দীর্ঘদিন অবহেলিত এই সমাজ টিকে আলোকিত করার জন্য দেলোয়ার হোসেন বেলালকে সভাপতি মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি নতুন কমিটি গঠন করা হয়।