অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আগামি ২৯ মে ভোট হবে আনোয়ারায়। আজ সোমবার (১৩ মে) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এবার উপজেলাটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজনই হেভিওয়েট।
কে কোন প্রতীক পেলেনঃ
বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন দোয়াত কলম, আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক পেয়েছেন আনারস এবং বর্তমান উপজেলা কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
আরও পড়ুন আনোয়ারা উপকূলে লবণবাহী ট্রলার ডুবে নিখোঁজ অর্ধশতাধিক
ইতোমধ্যে আনোয়ারায় নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। এবারের নির্বাচনী প্রচারণায় সাবেক ভূমিমন্ত্রী ও আনোয়ারা-কর্ণফুলী আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর প্রার্থী হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন উপজেলা কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরী। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীও একই সংসদ সদস্যের অনুসারী হিসাবে পরিচিত।
এই দুজনের বিপরীতে শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক। তিনি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের প্রার্থী হিসাবে নিজেকে জাহির করছেন।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply