আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় এমপির হস্তক্ষেপে দুধর্ষ শিবির ক্যাডার জমির কে ছেড়ে দিল পুলিশ


নিউজ ডেস্ক >>> চট্রগ্রাম সাতকিনায়ার এক সময়ের বহুল আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার সাতকানিয়া সদর ইউনিয়নের জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারকে আটকের ৬ ঘন্টা পর বর্তমান সাতকানিয়া লোহাগড়ার এমপি এম.এ মোতালেবের হস্তক্ষেপে ছেড়ে দিয়েছে সাতকানিয়া থানা পুলিশ। চট্রগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রীটণ সরকারের বিরুদ্ধে,এমটাই অভিযোগ করেছেন স্হানীয় আওয়ামী লীগের নেতা কর্মিরা।এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।ঘটনার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  গত ১৯ জুলাই ছাত্রদের কোটা আন্দোলনকে পুজি করে চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত বিএনপির লোকজন সহ দুষ্কৃতকারীদের গ্রেফতারের অভিযানে নামে সাতকানিয়া থানা পুলিশ।এ সময় আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার সাতকানিয়া সদর ইউনিয়নের  জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারসহ  জামায়াত বিএনপির আরো ৮/১০ জনকে শুক্রবার সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের মধ্যে জমির মেম্বারসহ ৪/৫ জনকে  সাতকানিয়া থানার ওসি রাতের আধারে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন স্হানীয় আওয়ামী লীগের একাধিক নেতা কর্মিরা।এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রীটন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জিমির মেম্বারকে আটকের বিষয় স্বীকার করে বলেন,তাকে আটক করে থানায় নিয়ে আসলে স্হানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় এসে জমির মেম্বার আওয়ামী লীগের একজন প্রকৃত নেতা দাবী করে তাদের জিম্মায় থানা থেকে ছাড়িয়া নিয়ে যায়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয় টি খতিয়ে দেখবেন বলে জানান।
অপরদিকে সাতকানিয়া-লোহাগাড়ার আইনশৃংখলা পরিস্থতির চরম অবনতি হয়েছে। খুন,রাহাজানি, ছিনতাই চুরি ও ডাকাতি আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান স্হানীয়রা।এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, সাতকানিয়া-লোহাগাড়া আসনে এম,এ মোতালেব সিআইপি এম,পি নির্বাচিত হওয়ার পর থেকে  এলাকার আইনশৃংখলা পরিস্থতি তদারকি না করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর