নিউজ ডেস্ক >>> দক্ষিণ চট্টগ্রাম পটিয়া উপজেলার চাঁনখালী খাল হতে বস্তাবন্দি অজ্ঞাত ১ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় লাশটি উদ্ধার করা হয়। মৃত যুবকের বয়স ৩০-২৫ বছর বলে জানিয়েছেন পুলিশ।শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি খালের জোয়ারে খালের উত্তর দিক হতে দক্ষিণ দিকে ভেসে আসছিল।এ সময় এলাকাবাসী ইন্দ্রপুল ব্রিজের নিচে রশি দিয়ে মরদেহটি বেঁধে রেখে থানা পুলিশকে খরব দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।অজ্ঞাত এই ব্যাক্তির পরনে ছিল জিন্স প্যান্ট আর হাফহাতা পলো টিশার্ট। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে।পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, পটিয়া চাঁনখালী খালে বস্তাবন্ধি একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে লাশের পরিচয় পাওয়া যায়নি,আইনানুগ পক্রিয়া শেষে করে লাশ ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম এ পাঠানো হয়ছে।
Leave a Reply