আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

লোহাগাড়ায় উপজেলা নির্বাচনে ভয়-ভীতির ঊর্ধ্বে দায়িত্ব পালনের আহবান


মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের মহা-পরিচালক আসাদুজ্জামান। সম্প্রতি আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। স্বচ্ছতার মাধ্যমে সকলকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনকালে কেউ কোনো প্রকার ভয় পাওয়ার কারণ নেই।’

মহা-পরিচালক আরো বলেন, ‘নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীদেরকে বলছি, দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন। কেউ কোনো প্রার্থীর প্রতি সহানুভুতি করবেন না। ভোটারদের কাছে অনুরোধ করি, আপনার ভোট অতি মূল্যবান। কোনো রকম প্রলোভন, প্ররোচণা, প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, কোনো বাহিনীর নির্লিপ্ততা বা নিষ্ক্রিয়তায় ভোটগ্রহণ ব্যহত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কেউ সহিংসতা বা নাশকতামূলক অবস্থা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করতে হবে।’

আরও পড়ুন লোহাগাড়ায় ভোটের মাঠে সরব প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর সহকারি রিটার্নিং কর্মকর্তা মুুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এনআইডি পরিচালক হাছানুজ্জামান এবং ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক প্রমৃখ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে উপজেলার ৯ইউনিয়নে ৭১টি কেন্দ্র থাকবে। এরমধ্যে অতিরিক্ত দায়িত্বসহ ৮১জন প্রিজাইডিং অফিসার, ৫৮৫জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৬ শতাধিক সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ২’শ এর অধিক কর্মকর্তা পুলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর