মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভোট হবে আগামী ৫ই জুন। ইতোমধ্যে ভোট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এ উপজেলার ভোটারদের মধ্যে।
তবে গতকাল রবিবার (১৯ মে) মনোনয়নয় প্রত্যাহারের শেষ দিনে দুইজন চেয়ারম্যান প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর কারণে এখন নতুন করে পাল্টাচ্ছে উপজেলাটির নির্বাচনী সমীকরণ।
স্থানীয়রা বলছেন, প্রার্থী কমে যাওয়ায় ভোট উপভোগ্য হবে এবং ভোটাররাও সহজে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন।
আরও পড়ুন লোহাগাড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
রবিবার যে দু’জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুল কবির সেলিম এবং লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু।
বর্তমানে ভোটের মাঠে যারা রয়েছেন
চেয়ারম্যান পদ প্রত্যাশী হিসাবে ভোটে রয়েছে-লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এস মামুন, মুহাম্মদ জমিল উদ্দিন ও মো. ফরহাদুল ইসলাম। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিন আকতার সানা ও কলাউজান ইউপির সাবেক মহিলা মেম্বার জেসমিন আকতার প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়াসে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, আজ সোমবার (২০মে) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। লোহাগাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ ও মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।