মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে প্রতিনিয়ত আইন অমান্য করছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সমর্থকরা। এজন্য আইন প্রয়োগে ছাড় দিচ্ছেন না সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।
সম্প্রতি এ ধরনের দু’টি ঘটনায় ৫ ব্যক্তিকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেকে আইন না জানার কারণে আইন অমান্য করছেন, আবার কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের কার্য করছেন। শুক্রবার (৩১ মে) পদুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনর রশীদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গণসংযোগ করছিলেন যা নির্বাচনী আচরবিধি লঙ্ঘনের নামান্তর। এ ঘটনায় তাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা
একইদিন আধুনগর এলাকাতে আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়িতে একাধিক মাইক ব্যবহার করা হচ্ছিলো যা আইনত দণ্ডনীয়। এ ঘটনায় প্রথমজনকে ১ হাজার পরবর্তীতে আবারো আইন অমান্য করায় দ্বিতীয়জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া দু’জন ভাইস চেয়ারম্যান (ফুটবল ও তালা প্রতীক) প্রার্থীর দু’জন সমর্থককে দণ্ড দিয়েছেন আদালত। তারা পোস্টার লাগানোর ক্ষেত্রে আইন অমান্য করছিলেন। আইন অনুযায়ী, কোনো গাড়িতে কিংবা দেওয়ালে পোস্টার লাগানো দণ্ডনীয়।
এ প্রসঙ্গে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল চাটগাঁর সংবাদকে বলেন, ‘নির্বাচনী প্রচারণাকালে আইন ভঙ্গ হলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। নির্বাচনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে আমরা সেদিকটা খেয়াল রাখছি।’