মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে প্রতিনিয়ত আইন অমান্য করছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সমর্থকরা। এজন্য আইন প্রয়োগে ছাড় দিচ্ছেন না সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।
সম্প্রতি এ ধরনের দু’টি ঘটনায় ৫ ব্যক্তিকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেকে আইন না জানার কারণে আইন অমান্য করছেন, আবার কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের কার্য করছেন। শুক্রবার (৩১ মে) পদুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনর রশীদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গণসংযোগ করছিলেন যা নির্বাচনী আচরবিধি লঙ্ঘনের নামান্তর। এ ঘটনায় তাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা
একইদিন আধুনগর এলাকাতে আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়িতে একাধিক মাইক ব্যবহার করা হচ্ছিলো যা আইনত দণ্ডনীয়। এ ঘটনায় প্রথমজনকে ১ হাজার পরবর্তীতে আবারো আইন অমান্য করায় দ্বিতীয়জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া দু’জন ভাইস চেয়ারম্যান (ফুটবল ও তালা প্রতীক) প্রার্থীর দু’জন সমর্থককে দণ্ড দিয়েছেন আদালত। তারা পোস্টার লাগানোর ক্ষেত্রে আইন অমান্য করছিলেন। আইন অনুযায়ী, কোনো গাড়িতে কিংবা দেওয়ালে পোস্টার লাগানো দণ্ডনীয়।
এ প্রসঙ্গে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল চাটগাঁর সংবাদকে বলেন, ‘নির্বাচনী প্রচারণাকালে আইন ভঙ্গ হলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। নির্বাচনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে আমরা সেদিকটা খেয়াল রাখছি।’
Leave a Reply