আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কাপ্তাই উপজেলায় জনসমর্থন কার পক্ষে?


অনলাইন ডেস্কঃ কাপ্তাই উপজেলা নির্বাচনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণ করছেন স্থানীয়রা। আগামী ২১ মে (মঙ্গলবার) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (আনারস), উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন (দোয়াত কলম) এবং উপজেলা কৃষকলীগের সভাপতি সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা জটিল (ঘোড়া)।

এছাড়া এবার এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন-সুইপ্রু মারমা (টিয়া পাখি), আব্দুল হাই খোকন (টিউবওয়েল), মো. কামাল উদ্দিন (উড়োজাহাজ)। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন ফারহানা আহমেদ (ফুটবল), বিউটি হোসেন (কলস)।

আরও পড়ুন খুলে দেওয়া হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বাঁধের স্পিলওয়ে গেট

ইতোমধ্যে এ উপজেলায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নির্বাচনে অংশগ্রহণকারীরা।

অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবদিক গুছিয়ে নিয়েছে প্রশাসন। গত ১৫ মে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিময় সভায় প্রশাসন জানিয়েছে, ভোটে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। এ সময় প্রার্থীরাও এক কাতারে এসে সুশৃঙ্খলভাবে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, কাপ্তাইয়ে ৪৯ হাজার ৫২৮ জন ভোটার রয়েছেন। এ উপজেলায় চব্বিশটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর