অনলাইন ডেস্কঃ অভিজাত বিপনন কেন্দ্রের নামীদামি ব্র্যান্ডের মোড়কজাত শিশু খাদ্যও এখন অনিরাপদ। মঙ্গলবার (৪ জুন) সকালে নগরীর জিইসি মোড়ে লাজফার্মাতে অভিযানকালে বিষয়টি ধরা পড়ে।
এই প্রতিষ্ঠানে শিশু খাদ্য ও খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীর্ণের তারিখ খুঁজে পাননি নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম। এজন্য তিনি আইনানুযায়ী লাজফার্মাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোর্ত্তীর্ণ খাদ্যপণ্য শিশু স্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ। এজন্য এ ধরনের অপরাধের ক্ষেত্রে কেবল অর্থদণ্ড দিলেই হবে না বরং এটি নির্মুলের উপায় খুঁজে বের করা জরুরি।
আরও পড়ুন ভেজাল ঠেকাতে আজ থেকে খোলা সয়াবিন বিক্রি বন্ধ
জানতে চাইলে ইমরান মাহমুদ ডালিম চাটগাঁর সংবাদকে বলেন, ‘শাস্তি প্রদানের পাশাপাশি আমি এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছি এবং ভোক্তা অধিকারের কর্মকর্তাদের অবহিত করেছি, তারা যেন বিষয়টি নিয়মিত তদারকি করে।’
এদিন অভিযানে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজপত্র দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধও স্বীকার করেছে লাজফার্মার (জিইসি শাখা) কর্মকর্তা।
এ প্রসঙ্গে আলাপকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের (চট্টগ্রাম) উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply