আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আরো ৮৮ জন হাসপাতালে ভর্তি


চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (২১ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫১৩ ডেঙ্গু রোগী। এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৮৯ জনে। একই সময়ের মধ্যে রোগটিতে কারও মৃত্যু হয়নি। ফলে চট্টগ্রামে মৃতের সংখ্যা ৩১ জনে অপরিবর্তিত রয়েছে।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে এক হাজার ১৮০ জন নগরীর এবং ৩৩৩ জন উপজেলার বাসিন্দা।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ এবং অক্টোবরে এক হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন তিন হাজার ১৩৯ জন রোগী।

তথ্যসূত্র: পূর্বকোণ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর