আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১০, ডেঙ্গুতে ৭৫


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ৭৫ জন। আজ শনিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন সূত্র জানায়, চট্টগ্রামে ১০টি ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ৬ জন নগরীর ও ৪ জন মিরসরাই উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩৯০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ইতোমধ্যে ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জেলা সিভিল সার্জন ও চমেক হাসপাতালের তথ্যমতে, আজ দুপুর ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ২২ জন ও সরকারি হাসপাতালে ৫৩ জন চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেলসহ আজকে বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে দুই হাজার ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৬০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন এক হাজার ৭৫০ জন রোগী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর