অনলাইন ডেস্কঃ ডবলমুরিং থানাধীন পাঠানটুলী ওয়ার্ডে সড়ক-ফুটপাত অবৈধভাবে দখল করার দায়ে ৪৪ হাজার টাকা দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার পরিচালিত আদালত এ দণ্ড দিয়েছেন।
এসময় পাঠানটুলী ওয়ার্ডের সুপারিওয়ালা পাড়ার রাস্তায় অবৈধভাবে বসানো প্রায় দু’শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এর ফলে সর্বসাধারণের চলাচলের রাস্তাটি উম্মুক্ত হয়েছে।
আরু পড়ুন চসিকে সিএলসিসির ৪র্থ সভা অনুষ্ঠিত
একই অভিযানে আগ্রাবাদ আমেরিকান হাসপাতাল সংলগ্ন আজিজ মিয়ার গোডাউনের টেগের মোড় এলাকায় আটটি দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
এদিন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরীর মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করেছেন। অভিযানকালে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সহায়তা করেছেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ।