আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

২০২২ সালে দেশে নির্যাতন-সহিংসতায় নিহত ৪৭৪ শিশু


২০২২ সালে দেশে নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে ৪৭৪ জন শিশু নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক)। ২০২২ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আসকের পর্যবেক্ষণ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় বলে উদ্বেগ প্রকাশ সংস্থাটির নির্বাহী পরিচালক নূর খান।

আসকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৬৯৪টি‌। এরেমধ্যে খুন হয়েছেন ১২৬ নারী। ধর্ষণের শিকার হয়েছেন ৯৩৬ জন। অ্যাসিড–সন্ত্রাসের শিকার হয়েছেন ১২ নারী। শিশুর নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৪৫টি।

আসকের প্রতিবেদনে আরো জানানো হয়, বিদায়ী বছর সীমান্তে হত্যার শিকার হয়েছেন ২১ জন। গণপিটুনিতে মারা গেছেন ৩৬ জন। কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এ ছাড়া ২০২২ সালে সংখ্যালঘুদের ওপর ১২টি হামলার ঘটনা ঘটেছে। ২১০ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে আসকের বার্ষিক এ প্রতিবেদনে বলা হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর