আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

৩ বছরের সাজা নিয়ে গ্রেপ্তার ইমরান খান


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতে ‘তোশাখানা’ মামলায় বিচারক হুমায়ুন দিলাওয়ার এই রায় ঘোষণা করেন। আদালতের রায়ে তাকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ইমরান খান পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান। পাকিস্তান নির্বাচন কমিশনের করা এ মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ‘দুর্নীতিচর্চার’ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।

এদিকে সাজা ঘোষণার পরপরই লাহোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, ৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ, যিনি একজন ক্রিকেট কিংবদন্তিও ছিলেন, প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদকালে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত উপহারগুলি বেআইনিভাবে বিক্রি করার জন্য দোষী সাব্যস্ত হন।

পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের অভিযোগ, ‘ইমরান খানের সহযোগীরা রাজপরিবারের দেয়া উপহার বেআইনী প্রক্রিয়ায় দুবাইতে বিক্রি করেছে।’

আদালতের রায়ের বিরুদ্ধে তার আইনজীবিরা অবিলম্বে আপিল দায়ের করবে বলে জানা গেছে।

তার আইনজীবিরা জানিয়েছেন, ‘রায়টি দেয়ার প্রাক্কালে আদালতে ইমরান খানের পক্ষে কোনো সাক্ষী উপস্থিত করার সুযোগ দেয়া হয়নি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর