গত আট মাস পূর্বে লিভার ক্যান্সারে আক্রান্ত হয় সাতকানিয়ার ইছামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোহাম্মদ ইমরান। মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘদিন যুদ্ধ করে ১২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ২ টায় ৩০ বছর বয়সে না ফেরার দেশে ইমরান। তার ইন্তেকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখা, বাংলাদেশ সরকারি কমর্চারী সমিতি সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ সন্তান, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। দুপুর ২ টায় স্থানীয় মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।