চাটগাঁর সংবাদ ডেস্ক: বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে ইমেজ’র বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে ইমেজ। মঙ্গলবার (২৫ জুলাই) পাহাড়তলী সরাইপাড়া¯’ মিডসিটি মডেল স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন দেশবরেণ্য শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও ইমেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ইউরোপ, আমেরিকাসহ সমগ্র বিশ্বে দাবদাহ এবং প্রচন্ড গরম অনুভুত হচ্ছে। বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বিপ্লব সফল করার জন্য প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে।’
কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইমেজের ম্যানেজার মো. কুতুব উদ্দিন, সংস্থাটির পরিচালিত নাসিরাবাদ ক্লিনিকের ম্যানেজার মো. নিজাম উদ্দিন, জালালাবাদ ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মো. মোহসিন উল ইসলাম, চান্দগাঁও ক্লিনিকের ম্যানেজার রনজিত কুমার শীল, আমানবাজার ক্লিনিকের ম্যানেজার এ. টি. এম. খাইরুল বাশার, এবং ফিল্ড অর্গানাইজার বরুণ কুমার আচার্য, মোহাম্মদ ইরাদ প্রমুখ।
ক্লিনিকের নিয়মিত রোগী সহ মিডসিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের বিতরনের জন্য সংস্থাটির পক্ষ থেকে চারা হস্তান্তর করা হয়।
Leave a Reply