আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলার বিসিক শিল্প নগরী এলাকায় মেসার্স তানভীর এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে টিসিবির বিপুল পরিমাণ পণ্যের অবৈধ মজুদ জব্দ করেছে র্যাব-১৫। শনিবার (৩০ মার্চ) কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার ভ্রাম্যমাণ আদালত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা দণ্ড প্রদান করে।
আরও পড়ুন বর্জ্যের অব্যবস্থাপনা, হাসপাতাল কতৃপক্ষকে লাখ টাকা জরিমানা
র্যাব জানিয়েছে, কক্সবাজারে দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী চক্র টিসিবির পণ্য ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করে বেশি মূল্যে বিক্রয় আসছিলো। গোপন সূত্রে এ খবর পেয়ে র্যাব-১৫ প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়।