আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চসিকের ভ্রাম্যমাণ আদালত

সড়কে অবৈধ গাড়ী পার্কিং ও নির্মাণ সামগ্রী দেখলেই শাস্তি


অনলাইন ডেস্কঃ অবৈধ গাড়ী পার্কিং ও নির্মান সামগ্রী রাখলে শাস্তি প্রদান করছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ অক্টোবর) রাস্তায় অবৈধ গাড়ী পার্কিং ও নির্মান সামগ্রী রাখার দায়ে
৬ ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়েছে।

চসিক এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌসী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর থেকে ২নং গেইট পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয়পার্শ্বে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় অবৈধভাবে রাস্তায় গাড়ী পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ৪ ব্যক্তিকে ১০ হাজার এবং কাজীর হাটে খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় রাস্তার ওপর নির্মানাধীন ভবনের নির্মানসামগ্রী ফেলে রাস্তার ক্ষতিসাধন করার অপরাধে ২টি ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পাঁচলাইশ থানা ও কোতোয়ালী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর